Logo
Logo
×

সারাদেশ

মঠবাড়িয়ায় পোকা দমনের ট্যাবলেট খেয়ে ছাত্রীর মৃত্যু

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৪:০৭ এএম

মঠবাড়িয়ায় পোকা দমনের ট্যাবলেট খেয়ে ছাত্রীর মৃত্যু

মঠবাড়িয়ায় পোকা দমনের ট্যাবলেট খেয়ে নিহত ছাত্রী রহিমা। ছবি: যুগান্তর

পিরোজপুরের মঠবাড়িয়ায় রহিমা (১২) নামে ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বেলা ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত রহিমা পার্শ্ববর্তী বাবনা উপজেলার হোগলপাতি গ্রামের ইউনুস হাওলাদারের মেয়ে। সে টিয়ারখালী হারুনিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের মা হাওয়া বেগম জানান, মঙ্গলবার বিকালে কোনো একসময়ে সবার অগোচরে চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে সে আত্মহননের চেষ্টা করে অসুস্থ হয়ে পড়ে। আমরা সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে মেয়ে মারা যায়। 

তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানি না।

মঠবাড়িয়া থানার এসআই আ. রহমান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত রহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম