বাবা-মার সঙ্গে রাবেয়া-রোকাইয়া। ছবি: সংগৃহীত
জন্মগতভাবে জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকাইয়া আলাদা হতে পারবে কিনা তা জানা যাবে আজ সোমবার।
বর্তমানে রাবেয়া ও রোকাইয়া হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে স্যামওয়েলস মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছে।
সেখানে অবস্থানরত চিকিৎসকরা জানিয়েছেন, হাঙ্গেরিতে যেসব পরীক্ষা-নিরীক্ষা হয়েছে সেগুলোর সমন্বিত চূড়ান্ত মেডিকেল প্রতিবেদন আজ হাতে পাবেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
ওই প্রতিবেদনের ইতিবাচক ফলের ওপর নির্ভর করে আজকালের মধ্যে তাদের অস্ত্রোপচারের দিনক্ষণ চূড়ান্ত হবে।
তবে প্রতিবেদন যদি ইতিবাচক না হয় তাহলে তারা আর আলাদা হতে পারবে না।
গত ৫ জানুয়ারি এমিরেটস এয়ারলাইন্সে হাঙ্গেরি যায় রাবেয়া-রোকাইয়াসহ তার মা-বাবা, বড় বোন ও একজন বার্ন বিশেষজ্ঞ ও আটজন বিশেষজ্ঞ চিকিৎসক।
রাবেয়া ও রোকাইয়া পাবনার চাটমোহর উপজেলায় মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের মেয়ে।
২০১৬ সালের ১৬ জুন পাবনার একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়।
ওই দম্পতির পক্ষে তাদের চিকিৎসা করানো সম্ভব নয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার ভার নেন।