Logo
Logo
×

সারাদেশ

গাংনীতে নিখোঁজ নারীর কঙ্কাল মিলল সেপটিক ট্যাংকে

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৮:২৬ এএম

গাংনীতে নিখোঁজ নারীর কঙ্কাল মিলল সেপটিক ট্যাংকে

সেপটিক ট্যাংক। ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম নার্গিস খাতুন। চার মাস আগে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানান স্থানীয়রা।

শুক্রবার রাত ১০টার দিকে গাংনীর সাহেবনগর গ্রামের আবুল বাশারের টয়লেটের ট্যাংক থেকে ওই নারীর কঙ্কাল উদ্ধার করা হয়। 

নিহত নার্গিস খাতুন সাহেবনগর গ্রামের মৃত আবদুল লতিফের স্ত্রী। 

গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ জানান, ২০১৮ সালের ৫ আগস্ট রোববার নার্গিস খাতুন নিখোঁজ হন। পরে তার মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং ২৪ তাং ১৮/০৯/১৮ ইং।

এ মামলায় সন্দেহভাজন আবুল বাশার ও তার এক সহযোগীকে আটক করে পুলিশ আটককৃতরা এখনও মেহেরপুর জেলা কারাগারে রয়েছে। 

তিনি আরও জানান, অপহরণ মামলার সন্দেহভাজন আসামি সাহেবনগর গ্রামের জামিরুল ইসলামের ছেলে ফরজ আলীকে শুক্রবার বিকালে সাহেবনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে ফরজ আলী এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানান, এ মামলার আসামি বাশারের টয়লেটের ট্যাংকের মধ্যে নার্গিসের লাশ রয়েছে। সে তথ্য অনুযায়ী রাতেই পুলিশ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

গাংনী থানার ওসি তদন্ত মো. সাজেদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম