Logo
Logo
×

সারাদেশ

লাউয়াছড়া উদ্যানে ট্রেনের নিচে দুই পা হারালেন যুবক

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ০৮:৪২ পিএম

লাউয়াছড়া উদ্যানে ট্রেনের নিচে দুই পা হারালেন যুবক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর জালালাবাদ ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মো. সোহেল মিয়া (২২) নামের যুবক পড়ে গিয়ে ২টি পা হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

মো. সোহেল মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া লেভেল ক্রসিং থেকে ৭০০ গজ দূরে একটি ট্রেন থেকে এক ব্যক্তি পড়ে যায়। লোকজন কাছে গিয়ে দেখে ট্রেনে লোকটির পা কেটে যায়। খবর পেয়ে এলাকায় অবস্থানরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা লোকটিকে আহত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা ওসি মো. আলীম উদ্দীন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনযোগে তার বাড়ি যাওয়ার পথে লাউয়াছড়ায় আনুমানিক সাড়ে ১০টার দিকে ট্রেন থেকে পড়ে তার ২টি পা ট্রেনে কাটা যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম