
প্রিন্ট: ১০ মার্চ ২০২৫, ১০:১৯ পিএম
দৌলতদিয়ায় পদ্মা পার হওয়ার অপেক্ষায় শত শত যান

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৪:৫২ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি
আরও পড়ুন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরকারি নিষেধাজ্ঞা ছাড়াও বিভিন্ন কারণে কয়েক দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার অনেকটা কমে এসেছিল। ব্যস্ততম এ নৌরুটে যান পারাপার কমে যাওয়ায় ঘাট দুটিও ছিল অনেকটা ফাঁকা।
চার দিন পর বুধবার সকাল থেকে ফের পুরাতনরূপে ফিরতে শুরু করেছে এ রুট। বেলা ৪টা নাগাদ দৌলতদিয়া প্রান্তে নদীপাড়ের অপেক্ষায় সাড়ে ৩ কিমি জুড়ে মহাসড়কে আটকে আছে অন্তত ৪ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি ও অন্যান্য সূত্র জানায়, ৩০ ডিসেম্বর রোববার জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৯ তারিখ রাত ১২টা থেকে ৩০ তারিখ ১২টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এছাড়া নির্বাচনের আগে ও পরে কয়েক দিন যানবাহন পারাপার উল্লেখযোগ্য হারে কমে যায়।
মঙ্গলবার রাত থেকে স্বাভাবিক সময়ের মতো নদীপাড়ের জন্য দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দৌলতদিয়া ঘাটে যানবাহন আসতে শুরু করেছে। বুধবার দিনব্যাপী ব্যাপক হারে যানবাহন আসতে থাকায় মহাসড়কে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।
দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় সিরিয়ালে আটকে থাকা ট্রাক চালক শংকর কুমার জানান, তিনি বেনাপোল থেকে বুধবার ভোররাত ৩টার দিকে ঘাট এলাকায় এসে দীর্ঘ সিরিয়ালে আটকে পড়েছেন। বেলা ৪টা বাজতে চললেও এখনো ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আছি। আজ হয়তো আর ফেরিতে উঠতে পারব না।
ফরিদপুর থেকে পেঁয়াজ বোঝাই করে আসা ট্রাকচালক ওবায়দুর রহমান জানান, তার গাড়ি (কাঁচামাল) অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ার কথা থাকলেও প্রায় দুই ঘণ্টা ধরে দীর্ঘ সিরিয়ালে আটকে আছি। কখন ফেরির নাগাল পাব, বুঝতে পারছি না।
গোপালগঞ্জ থেকে আসা কমফোর্ট লাইন পরিবহনের চালক কামাল হোসেন জানান, ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে এসে ঘাটে দীর্ঘ সময় সিরিয়ালে আটকে আছি। যাত্রীদের নানা ধরনের ভোগান্তি হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, নির্বাচনের কারণে বেশ কয়েক দিন যানবাহন পারাপার কম থাকার কারণে বুধবার থেকে প্রায় একযোগে বিভিন্ন যানবাহন আসতে শুরু করেছে। এ কারণে ঘাট এলাকায় কয়েকশ যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে।
তিনি জানান, রুটে পর্যাপ্তসংখ্যক (১৭) ফেরি রয়েছে। আটকে পড়া যানবাহনগুলোকে রাতের মধ্যেই পার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।