সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৯ এএম
প্রতীকী ছবি
ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার রাত ১২টার দিকে ঝিনাইদহের বারো বাজার স্টেশনে পৌঁছালে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
তবে ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি বলে জানা গেছে।
যাত্রীদের কারও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন যাত্রা করেছে বলে জানিয়েছে রেলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপার এ এন এম শাহনেওয়াজ।
তবে কত সময় নাগাদ সেটি পৌঁছিয়ে লাইন ঠিক করবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি রেলের এই কর্মকর্তা।