শ্রীপুরের এমপি রহমত আলী অসুস্থ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ পিএম

আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী। ছবি সংগৃহীত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসনের সাংসদ, সাবেক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের বামরোনগ্র্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইও) চিকিৎসাধীন আছেন।
অ্যাডভোকেট রহমত আলী এমপির ব্যক্তিগত সহকারী এস এম জাহাঙ্গীর আলম সিরাজী জানান, বৃহস্পতিবার মাননীয় সাংসদ রাজধানীর স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরোনগ্র্যান্ড হাসপাতালে রেফার্ড করা হয়।
পরে ওইদিন দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজ বিমানে ব্যাংককে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।