ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ আটক ৩
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ ৩ নৌকার মাঝি আটক হয়েছেন।
আটকরা হলেন- উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে লেলিন মিয়া (৩৬), একলাছ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া (৩০), আজিজুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (১৯)।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাদলা ইউনিয়নের পুলিশ ফাঁড়ির এসআই সামাদ মিয়ার নেতৃত্বে বাদলা উজান শিমুল গৌরনদীর মাছের খারির সামনে থেকে চাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, বুধবার দুপুরে ইটনা সরকারি খাদ্যগুদাম থেকে মৃগা ইউনিয়নের ওএমএস ডিলার সাজাহান মিয়া জানু নিজ গুদামে রেখে ৩১৬ জন নির্বাচিত কার্ডধারির মধ্যে বিক্রির জন্য ১০ টন ৮৩০ কেজি চাল উত্তোলন করেন।
এসব চাল কালোবাজারে বিক্রির জন্য পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় নিয়ে যাওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজন মাঝি গ্রেফতার হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জড়িত ডিলারের বিরুদ্ধে ইটনা থানায় মামলার প্রস্তুতি চলছে।
