
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৫ এএম
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ এএম

আরও পড়ুন
বাংলাদেশের প্রতিটি প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার এক অনন্য উদ্যোগের যাত্রা শুরু হলো। গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের পরিকল্পনায় দেশের সকল জেলায় একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সুধী পথে পথে কার্যক্রম।
বুধবার এই ক্যাম্পেইন উদ্বোধনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিনির্ভর, সহজলভ্য এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস।
এর আওতায় থাকছে বিশেষভাবে পরিকল্পিত উঠান বৈঠক, বুথ ক্যাম্পেইন, ক্যারাভান অ্যাক্টিভেশন, স্পটভিত্তিক মাইকিং (অটোরিকশা মাধ্যমে), বিশ্ববিদ্যালয় ও শপিং মল ক্যাম্পেইন। স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। সুখী' প্লাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসেই ভিডিও কনসালটেশন, স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যসেবা পেতে পারছেন। পাশাপাশি, অটোরিকশা, সিএনজি, মাইকিং মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া হবে, যা দেশের প্রতিটি অলিগলিতে পৌঁছে দিচ্ছে প্রকল্পের বার্তা।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, আমাদের লক্ষ্য, সারা দেশের প্রতিটি মানুষের ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। প্রযুক্তি এবং মানুষের শক্তিকে একত্রিত করে আমরা যে সুস্থ সমাজ গড়তে চাই, 'সুখী পথে পথে' তারই প্রতীক। আমরা বিশ্বাস করি, এই কার্যক্রম বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।
‘সুখী পথে পথে’ প্রকল্প দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাবে। স্বাস্থ্যসেবা হবে আর শুধু শহরকেন্দ্রিক নয়-এবার তা পৌঁছে যাবে প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে।
এই ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের (জিডিএইচএস) মধ্যে যুগান্তকারী এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা এখন দেশের যেকোনো প্রান্ত থেকেই সহজে, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস
সুখী একটি অনডিমান্ড ৩৬০ ডিগ্রি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম।
সুখী একটি অনডিমান্ড ৩৬০ ডিগ্রি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম। সুখীতে, আমরা আপনার জন্য স্বাস্থ্যসেবা উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হল আপনাকে সুবিধাজনক, সাশ্রয়ী এবং উন্নত চিকিৎসা সেবা প্রদান করা, আপনি যেখানেই থাকুন না কেন। আমরা জানি আজকের দ্রুত গতির বিশ্বে চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য সময় বের করা চ্যালেঞ্জিং। তাই আমরা স্বাস্থ্যসেবা আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছি যা একটি ঝামেলাহীন সেবা প্রদান নিশ্চিত করবে।