
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম
সিঙ্গাপুরে বাংলাদেশি বিজনেস চেম্বারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাসরিফ আহমেদ, সিঙ্গাপুর
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:০০ পিএম

আরও পড়ুন
সিঙ্গাপুরে বাংলাদেশী বাবসায়ীদের সংগঠন, বাংলাদেশ চেম্বারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের অর্কিড কান্ট্রি ক্লাবের রেস্তোরায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সেম্বাওয়াং জিআরসি’র সংসদ সদস্য ভিক্রম নাইর।
ইফতার সিঙ্গাপুরের ইসলামিক রেলিপিয়াস কাউন্সিল (মুইস) জামিয়া সিঙ্গাপুর, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, লিশা’র প্রতিনিধিসহ অন্যান্য কমিউনিটি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গপুরের সভাপতি মো. সাহিদুজ্জামান। তিনি তার স্বাগত বক্তব্যে, অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
সেখানে সংগঠনটি সাধারণ সম্পাদক আসাদ মামুন সহ অন্যান্য কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।