
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম
রাইডার পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার ইফতার আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম

আরও পড়ুন
রাইডার পার্টনারদের সম্মানে বিশেষ ইফতার অনুষ্ঠান ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৫’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে আলটেয়ার কনভেনশ হলে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ঢাকা জোনের সেরা ৩০০ জন রাইডার এ ইফতার আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে রাইডারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ফুডপ্যান্ডার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় তারা রাইডারদের কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে তাদের সাথে আলোচনা করেন এবং রাইডারদের কল্যাণে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ বিষয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব অপারেশনস হায়দার মালিক বলেন, ‘রাইডাররাই ফুডপ্যান্ডার অপারেশনের মূল চালিকাশক্তি। রমজানে অর্ডারের বাড়তি চাপ থাকে। এমন পরিস্থিতিতেও তারা সর্বোচ্চ আন্তরিকতাসহ গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রম ও নিবেদনকে সম্মান জানাতেই আমরা ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৫’ আয়োজন করেছি। এ আয়োজনে তাদের অংশগ্রহণ ও উদযাপনে আমরা অভিভূত।’
রমজানে রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে আরও বেশকিছু উদ্যোগ নিয়েছে ফুডপ্যান্ডা। প্রতি শুক্রবার গ্রাহকেরা রাইডারদের যে টিপ দেবেন, তার সমপরিমাণ অর্থ যোগ করে রাইডারদের জন্য টিপ দ্বিগুণ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, প্যান্ডাহার্ট প্রোগ্রামের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে রাইডারদের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছে ফুডপ্যান্ডা৷
ফুডপ্যান্ডা সম্পর্কে
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১টি বাজারের চারশো শহরে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com