
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম
ঈদ আনন্দে স্টাইলিশ ও আরামদায়ক জুতা নিয়ে এসেছে স্টেপ ফুটওয়্যার

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৩৯ পিএম

আরও পড়ুন
আসন্ন ঈদ উৎসবকে আরও স্টাইলিশ, আনন্দময় ও উপভোগ্য করে তুলতে দেশের শীর্ষস্থানীয় জুতা ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার নিয়ে এসেছে অসাধারণ ডিজাইনের বিশেষ কালেকশন।
বর্তমানে ক্রেতারা জুতার সৌন্দর্যের পাশাপাশি আরাম, টেকসই মান, ট্রেন্ডি ফ্যাশন এবং সাশ্রয়ী মূল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে রমজান ও ঈদের সময় ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে তৈরি জুতাই গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকে।
ঈদ উৎসবের প্রতিটি মুহূর্তকে আরও আকর্ষণীয় ও প্রশান্তিদায়ক করে তুলতে স্টেপ ফুটওয়্যার তাদের ঈদ কালেকশনে নিয়ে এসেছে নান্দনিক ও বৈচিত্র্যময় সংগ্রহ।
এই কালেকশনে পুরুষদের জন্য রয়েছে স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল সু, পাঞ্জাবির সঙ্গে মানানসই হাফ সু ও স্লাইড, এবং নানা ডিজাইনের ক্যাজুয়াল সু।
আর নারীদের জন্য রয়েছে মিড হিল, হাই হিল, ড্রেস সু এবং বিভিন্ন রকমের ক্যাজুয়াল সু। পাশাপাশি, বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য রয়েছে অনন্য ডিজাইন ও আকর্ষণীয় রঙের স্যান্ডেল, স্নিকার্স, ফর্মাল ও ক্যাজুয়াল সু।
আধুনিক ডিজাইন, ট্রেন্ডি লুক এবং স্বস্তির নিখুঁত সমন্বয়ে গঠিত এই সংগ্রহ সব বয়সী ক্রেতাদের জন্য উপযোগীভাবে ডিজাইন করা হয়েছে। তাই, এই ঈদে স্টাইলিশ ও আরামদায়ক জুতার জন্য স্টেপ ফুটওয়্যার হতে পারে সব বয়সের ক্রেতাদের প্রথম পছন্দ।
স্টেপ ফুটওয়্যারের জুতাগুলো দেশের সকল স্টেপ আউটলেটে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, স্টেপের অনলাইন স্টোর থেকেও (https://stepfootwear.com) সহজেই জুতা কেনার সুযোগ রয়েছে।