Logo
Logo
×

কর্পোরেট নিউজ

উত্তরা মোটর্স নিয়ে এলো সম্পূর্ন Hybrid প্রযুক্তির ‘‘Suzuki Grand Vitara” SUV

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:২২ পিএম

উত্তরা মোটর্স নিয়ে এলো সম্পূর্ন Hybrid প্রযুক্তির ‘‘Suzuki Grand Vitara” SUV

সম্পূর্ন Hybrid প্রযুক্তির Suzuki Grand Vitara- একটি যুগোপযোগী এবং অত্যাধুনিক Sports Utility Vehicle (SUV) বাজারজাতকরন শুরু করল উত্তরা মোটর্স, যা প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অসাধারন গাড়িটির উদ্বোধন অনুষ্ঠিত হয় সুজুকি কার এক্সপিরিয়েন্স সেন্টার, উত্তরা সেন্টার, তেজগাঁও, ঢাকা-তে । উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক।

উত্তরা গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান, উপব্যাবস্থাপনা পরিচালক জনাব মুজিবুর রহমান, এবং পরিচালক ফাইন্যান্স ও এ্যাডমিন জনাব এবিএম হুমায়ুন কবির যৌথভাবে সম্পূর্ন Hybrid প্রযুক্তির Suzuki Grand Vitara এর শুভ উদ্বোধন করেন।

এ সময় বিভিন্ন কর্পোরেট হাউস, সুজুকি গাড়ীর সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মতিউর রহমান বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন ‍SUV-এর গাড়ির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, এই চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে, সম্পূর্ন সম্পূর্ন Hybrid প্রযুক্তির Suzuki Grand Vitara- গাড়িটি আমাদের গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এর সর্বাধুনিক হাইব্রিড প্রযুক্তির সংমিশ্রণ গ্রাহকদের নতুন মাত্রার ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে এবং আরও বেশি জ্বালানি স্বাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করবে।

এই Suzuki Grand Vitara গাড়িটিতে রয়েছে ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড ইঞ্জিন এবং e-CVT ট্রান্সমিশন সিস্টেম, যা প্রিমিয়াম ও স্মুথ ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে। SUV-টির আরও বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে: হেডস-আপ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জার, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ৩৬০-ডিগ্রি র্সারাউন্ড ভিউ ক্যামেরা, স্মার্ট কি সহ পুশ স্টার্ট/স্টপ, প্রিমিয়াম লেদার এবং ভেন্টিলেটেড সিট, ২২.৮৬ সেমি স্মার্ট প্লেপ্রো + ইনফোটেইনমেন্ট সিস্টেম (Apple CarePlay) সাপোর্টেড্, ক্লারিওন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ৬টি এয়ারব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ABC, EBD ও ব্রেক অ্যাসিস্ট সহ উন্নত সেফটি ফিচার্স, ESP সহ হিল হোল্ড অ্যাসিস্ট, ডুয়েল-টোন প্রিসিশন কাট অ্যালয় হুইল।

গাড়িটির প্রারম্ভিক মূল্য ধার্য্য করা হয়েছে ৬৪ লাখ টাকা। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে Suzuki Grand Vitara - এর সাথে থাকছে ৩ বছর বা ৫৫,০০০ কিঃ মিঃ স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এবং ৪ বছর পর্যন্ত জন্য ফ্রি সার্ভিস সুবিধা। 

আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:www.suzukicar.com.bd উত্তরা মোটরস লিমিটেড গ্রাহকদের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে দেশব্যাপী ৭টি নিজস্ব শোরুম ও ১০টি সার্ভিস সেন্টার পরিচালনা করে, যা অসাধারন বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে। সুজুকি গ্র্যান্ড ভিটারা এখন বাংলাদেশের সকল সুজুকি শোরুমে টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য উম্মুক্ত আছে। এর উন্নত প্রযুক্তি, বিলাসবহুল বৈশিষ্ট্য এবং পরিবেশ বান্ধব পারফরম্যান্সের সাথে, এই SUV বাংলাদেশী গাড়ি গ্রাহকদের জন্য ড্রাইভিং অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে প্রস্তুত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম