Logo
Logo
×

কর্পোরেট নিউজ

পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং শুরু

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:১৩ পিএম

পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং শুরু

বছর ঘুরে ফিরে এলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। আগামী ১১ এপ্রিল জমকালো আয়োজনের মাধ্যমে তুলে দেওয়া হবে ২০২৪ সালের সেরাদের পুরস্কার।

এবারো বিএসপিএ অ্যাওয়ার্ড পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড কুলের সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’।

ধারাবাহিকভাবে এবারো থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেওয়া হবে সেরা তারকা। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়েছে ১৫ মার্চ, ২০২৫। চলবে ২৪ মার্চ পর্যন্ত। পৃথিবীর যে-কোনো প্রান্ত থেকে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই পক্রিয়ায় অংশ নিতে ভোট দেওয়া যাবে বিএসপিএ ওয়েবসাইট www.bspa.com.bd তে।

সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও নারী ফুটবলার ঋতু পর্না চাকমা।

সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যা ঘোষণা ও তুলে দেয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেওয়া হবে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা অটোগ্রাফ দেওয়া বল, কুলের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম