যুগান্তরের মহাব্যবস্থাপক-বিজ্ঞাপন পদে যোগ দিলেন হুমায়ূন কবীর

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম

দৈনিক যুগান্তরের মহাব্যবস্থাপক-বিজ্ঞাপন পদে যোগ দিয়েছেন মুহাম্মেদ হুমায়ূন কবীর। তিনি যুগান্তরের বিজ্ঞাপন বিভাগকে নেতৃত্ব দেবেন।
মুহাম্মেদ হুমায়ূন কবীর বিজ্ঞাপন ও ব্যবসায়িক উন্নয়ন সম্পর্কিত বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন। দৈনিক যুগান্তরে যোগ দেয়ার আগে তিনি দৈনিক ইত্তেফাকে জ্যৈষ্ঠ উপ-মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন ।
এর আগে দীর্ঘ ১২ বছর তিনি দৈনিক প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে উপ-মহাব্যবস্থাপক পদে থেকে ২ বছর বিজ্ঞাপন বিভাগের নেতৃত্ব দিয়েছেন হুমায়ূন কবীর।