Logo
Logo
×

কর্পোরেট নিউজ

প্রাইম ব্যাংকের সঙ্গে আর্টনেচার বাংলাদেশের চুক্তি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম

প্রাইম ব্যাংকের  সঙ্গে আর্টনেচার বাংলাদেশের চুক্তি

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে জাপানি প্রতিষ্ঠান আর্টনেচার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি সই হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের জাপান ডেস্ক আর্টনেচার বাংলাদেশকে ডিজিটাল ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং সলু্যশন সরবরাহ করবে। প্রাইম ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশন, এফআই ও ডিসিএম শামস আবদুল্লাহ মোহাইমীন এবং আর্টনেচার বাংলাদেশের এমডি তাকানোরি হেজিওয়ারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের ইভিপি ওয়াসিম ইবনে হালিম, জাপান ডেস্কের এসএভিপি শামা আলী এবং আর্টনেচার বাংলাদেশের ম্যানেজার কোহেই কিতামুরাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

 


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম