Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতার অপূর্ব সম্মিলনে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে (বিএসআইএসসি) রোববার বিকেলে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজন করে তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল হক খান, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট সিওডি, ঢাকা সেনানিবাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারই সুযোগ্য সহধর্মিণী মিসেস নাহিদ আক্তার।

এছাড়াও, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য আরও বৃদ্ধি করে।

বিএসআইএসসির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম, পিএইচডি (অব.) তাঁর দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে অনুষ্ঠানকে সার্থক ও বর্ণাঢ্য করে তোলেন।

শিক্ষার্থীদের নৃত্য, সংগীত, নাটক সহ বিবিধ পরিবেশনা তাদের সুপ্ত প্রতিভার অপার সৌন্দর্য ফুটিয়ে তোলে এবং দর্শক হৃদয় আন্দোলিত করে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনার ভূঁয়সী প্রশংসা করেন এবং তাদের জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাংস্কৃতিক সন্ধ্যা আনন্দ, উচ্ছ্বাস ও শিল্পের অপূর্ব সংমিশ্রণে এক স্মরণীয় অধ্যায়ে পরিণত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম