Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সোরিয়াসিস এওয়ারনেসের ওপর অন্তর্জাতিক সন্মেলন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

সোরিয়াসিস এওয়ারনেসের ওপর অন্তর্জাতিক সন্মেলন

সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবের উদ্যোগে পঞ্চম আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শিরোনাম ছিল ফিটথ ইনটারন্যাস্নাল কনফারেস অন পিসরিওসিস অ্যান্ড ইনফ্লেমেমনটারি স্কিন ডিসওডারড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পিসরিওসিস অন্ড ইনফ্লেমেমনটারি স্কিন ডিসঅর্ডার এবং সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

এবারের সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ত্বকের দীর্ঘস্থায়ী প্রদাহের অন্যান্য কারণ উন্মোচন করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রফেসর ডা মো. সায়েদুর রহমান, উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অন্তবর্তীকালীন সরকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. শাহিনুল আলম, ভিসি, বিএসএমএমইউ, প্রফেসর ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, প্রফেসর ডা মুনীর রশীদ, চেয়ারম্যান, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি, প্রফেসর ডা রাশেদ মো. যান, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি, সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবের সভাপতি প্রফেসর ডা মো. সামিউল হক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ডা এম আবু হেনা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তৃতা দান করেন স্বাস্থ্য উপদেষ্টা সায়েদুর রহমান বলেন, সোরিয়াসিস একটি জটিল রোগ- যার প্রভাবে মানবদেহে অনেক ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির ওপর তিনি গুরুত্ব আরপ করেন। সোরিয়াসিস এবং ত্বকের অন্যান্য অনেক রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে দেশের প্রায় ৬৫০ জন ডার্মাটোলজিস্ট অংশগ্রহণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম