Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আই আর সি টেকনিক্যাল সাপোর্টে মিটিং অনুষ্ঠিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

আই আর সি টেকনিক্যাল সাপোর্টে মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে আই আর সি এর টেকনিক্যাল সাপোর্টে মিটিং এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রোটেকশন কনসোর্টিয়াম প্রজেক্টের কার্যাবলি নিয়ে জেলা জজের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ মুনসি আব্দুল মজিদ। সেখানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ বেগম সাজ্জাতুন নেছা।   

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক জিল্লুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকতার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব, সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, জেল সুপার মো. জাবেদ মেহেদী।

প্রকল্প পরিচালক নাফিজ ইমতিয়াজ হাসান প্রজেক্ট নিয়ে পিপিটি প্রেজেন্টেশন দেন। আই আরসি থেকে উপস্থিত ছিলেন ফারহানা রব সাথী।

আরও উপস্থিত ছিলেন, দুটি ইউনিয়নের রাজাপালং ও পালংখালীর সিনিয়র লিগ্যাল অফিসার, লিগ্যাল অফিসার,  টেকনিক্যাল ম্যানেজার লিগ্যাল এইড প্যানেল আইনজীবীসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমনসহ নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নারী নির্যাতন দমনসহ নারী ও শিশুদের সব সুযোগ ও অধিকার নিশ্চিত করা নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

কক্সবাজারের জেলা জজ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ সংগঠনের বিভিন্ন দেখভাল করেন। ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে এই সংগঠনটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিনামূল্যে আইনি সেবা দিয়ে যাচ্ছে।  

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম