Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সাউথইস্ট ব্যাংক ও ভিসা ইন্টারন্যাশনালের উদ্যোগে হজ কার্ড সম্মেলন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম

সাউথইস্ট ব্যাংক ও ভিসা ইন্টারন্যাশনালের উদ্যোগে হজ কার্ড সম্মেলন

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে হজ কার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসের বলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। হজ ও ওমরাহ এজেন্সিগুলোর মালিক এবং প্রতিনিধিদের সঙ্গে অংশীদারিত্ব আরও দৃঢ় করার লক্ষ্যে ও হাজীদের সেবার মান উন্নয়নে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। এছাড়া খ্যাতনামা হজ এজেন্সিগুলোর নেতৃবৃন্দ ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এতে অংশ নেন।

সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে আইবিএম ট্র্যাভেলস, বাংলাদেশ এয়ার ট্রাভেলস ও জাবাল-ই-নূর ট্রাভেলসের মালিকদের কাছে হজ কার্ড হস্তান্তর করেন।

হজ্জ কার্ড মোয়াল্লেম ও হাজীদের আর্থিক সমাধান প্রদান করে। এই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা এটিএম বুথ থেকে কোনো অতিরিক্ত ফি ছাড়াই সৌদি রিয়াল তুলতে পারবেন। পাশাপাশি মোয়াল্লেমরা হোটেল ভাড়া, যাতায়াত, খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় খরচ সহজেই এ কার্ডের মাধ্যমে পরিচালনা করতে পারবেন।

নুরউদ্দিন মো. সাদেক হোসেন বলেন, ‘এ সম্মেলন হজ ও ওমরাহ এজেন্সিগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম