Logo
Logo
×

কর্পোরেট নিউজ

এআইইউবিতে ফিলিপ সি. জেসাপ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর ৯ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

এআইইউবিতে ফিলিপ সি. জেসাপ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর ৯ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর ৯ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠান গত ৮ ফেব্রুয়ারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এআইইউবি)-তে অনুষ্ঠিত হয়েছে।

জেসাপ বাংলাদেশের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, হার্থ বাংলাদেশ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এআইইউবি)-এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

এ বছরের কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল রাউন্ডের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো. রেজাউল হাসান। তার সঙ্গে সহ-বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক গুওমুন্ডুর এরিকসন, আইটিএলওএস-এর সাবেক বিচারপতি ও জিন্দাল গ্লোবাল ল স্কুলের শিক্ষক এবং ব্যারিস্টার সারা হোসেন, ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটেস-এর ডেপুটি হেড অফ চেম্বারস এবং পার্টনার।

প্রতিযোগিতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৯ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের চ্যাম্পিয়ন এবং ইস্টার্ন ইউনিভার্সিটি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার ‘সেরা মুটার’ নির্বাচিত হন ইস্টার্ন ইউনিভার্সিটির মাহির চৌধুরী, ‘সেরা অ্যাপ্লিকেন্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ লাভ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আর ‘সেরা রেসপনডেন্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এছাড়া, প্রতিযোগিতার ‘সেরা নতুন দল’ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান, এসময় আরও উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং এআইইউবি-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। নির্বাচিত দলগুলো যুক্তরাষ্ট্রে হোয়াইট অ্যান্ড কেস ইন্টারন্যাশনাল রাউন্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম