Logo
Logo
×

কর্পোরেট নিউজ

দেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা শুরু ২০ ফেব্রুয়ারি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

দেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা শুরু ২০ ফেব্রুয়ারি

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী (ডিটিজি)-২০২৫। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। 

প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা এসকে বশির উদ্দিন। এটি ডিটিজির ১৯তম আয়োজন। এতে ১ হাজার ৬০০টি স্টলে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ ৩৩টি দেশের ১ হাজার ১০০-এরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তি সম্মিলিতভাবে প্রদর্শন করবে। 

এছাড়াও প্রদর্শনীতে থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার। পাশাপাশি থাকবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩নং হলে অনুষ্ঠিত হবে। অন্যবারের মতো এবারও প্রদর্শনীটি দেশি-বিদেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার ও সাপ্লাইয়ারদের একত্রে এক ছাদের নিচে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে।

আশা করা হচ্ছে, এটি স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী এবং অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড, হংকং-এর সহযোগিতায় ২০০৪ সাল থেকে দেশে এ প্রদর্শনীটি করে আসছে।

এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য https://dtg.chanchao.com.tw/ এ ভিজিট করার অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম