Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বিইউএফটির ২য় সমাবর্তন অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

বিইউএফটির ২য় সমাবর্তন অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২য় সমাবর্তন অনুষ্ঠান শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি ও বিইউএফটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি কিহাক সাং সমাবর্তন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এছাড়াও, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য যথাক্রমে মো. মশিউল আজম (সজল) এবং মোহাম্মদ নাছির বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট ২,৭৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৭ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চ্যান্সেলরস গোল্ড মেডেল অর্জন করেন।

এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চেয়ারম্যানস গোল্ড মেডেল অর্জন করেন। ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ৩ জন, ফ্যাশন স্টাডিজ অনুষদের ২ জন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ২ জন শিক্ষার্থী। 

ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়া আফরিন ভ্যালেডিক্টরিয়ানের বক্তব্য প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সরকারি ও কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ। আনুষ্ঠানিক পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যেখানে বিইউএফটির শিক্ষার্থীদের পাশাপাশি তাহসান এবং তার ব্যান্ড পারফর্ম করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম