Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ইস্টার্ন ইউনিভার্সিটি স্প্রিং শিক্ষার্থীদের নবীনবরণ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটি স্প্রিং শিক্ষার্থীদের নবীনবরণ

ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শনিবার সফলভাবে আয়োজিত হয়েছে।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মানিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আজ্জম, সাবেক চেয়ারম্যান এবং সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন, ভাইস চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি।

অনুষ্ঠানটি শুরু হয় প্রফেসর ড. শরীফ মানিরুজ্জামান শিরাজীর অভিবাদনমূলক ভাষণের মাধ্যমে, যিনি স্প্রিং- ২০২৫ নবীনবরণ অনুষ্ঠানের আহবায়ক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন। 

এরপর ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার, ইস্টার্ন ইউনিভার্সিটি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে বক্তৃতা দেন প্রফেসর মো. শামসুল হুদা, ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটি, মোহাম্মদ মনিরুজ্জামান আখন্দ, কলা অনুষদের ডিন, প্রফেসর আব্বাস আলী খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, এবি এম ইমদাদুল হক খান, আইন অনুষদের ডিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রস্তাবনা, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের মূল্যবান ধারণা প্রদান করা হয়। যা তাদের আসন্ন একাডেমিক যাত্রার প্রস্তুতির জন্য সহায়ক হবে। প্রোগ্রামটি শেষ হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, যা ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রানবন্ত মনোভাব এবং প্রতিভা প্রদর্শন করে।

স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানটি একটি রোমাঞ্চকর সূচনা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং নতুন শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, কর্মকর্তা -কর্মচারিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম