এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া। তাকে এ নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
আব্দুর রশিদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ
ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব সাময়িকভাবে ছয় মাস পর্যন্ত
বহাল থাকবে। ছয় মাসের বেশি চলতি দায়িত্ব দেওয়ার প্রয়োজন হলে ছয় মাস পার হওয়ার আগে
আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন নিতে হবে।
প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাটাগ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাটাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ১৯৮১ সালে তারাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে ভর্তি হন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে।
এইচএসসি পাশ করে ভর্তি হন বাংলাদেশ ইনস্টিটিউশন
অব টেকনোলজিতে (বিআইটি) যা বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
স্নাতক শেষে ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর
ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে প্রথমে বেসরকারি সেক্টরে যুক্ত হন আব্দুর রশীদ মিয়া। করেন বহুজাতিক কোম্পানিতে চাকরি। ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সরকারি কাজে যোগদান করেন। ৩৬ বছরেরও অধিককালের কর্মজীবনে তিনি সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।