Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সিটি গ্রুপের নতুন চমক ‘টুটি টুইস্ট’

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

সিটি গ্রুপের নতুন চমক ‘টুটি টুইস্ট’

২০২২ সালে প্রতিষ্ঠিত হয় রূপসী ফুডস লিমিটেড, কনফেকশনারি। এটি বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের একটি কনসার্ন। দারুণ ফ্লেভার ও অনন্য স্বাদের জেলি ক্যান্ডি জেলফি দিয়ে যাত্রা শুরু করে খুব দ্রুতই জয় করে নেয় মানুষের হৃদয়।

এরপর একে একে মিন্ট ফ্লেভারে মিন্টি, কফির স্বাদে কফিটপি, ক্যারামেল ও মাখনের স্বাদে ফিল-ও, ক্যারামেলোসহ এ যাত্রায় যোগ হয় আরও ৮টি ব্র্যান্ড। এরই ধারাবাহিকতায় রূপসী ফুডস, কনফেকশনারি বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম চুইংগাম ‘টুটি টুইস্ট’। 

ইউরোপিয়ান টেকনোলজি, রেসিপি ও উপাদানে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হয়েছে এই চুইংগাম। এতে আছে টুটি ফ্রুটি ফ্লেভার আর কুলনেস-এর ম্যাজিকাল কম্বিনেশন। 

৪ ফেব্রুয়ারি, ২০২৫, রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে কনফেকশনারি সেলস কনফারেন্সে টুটি টুইস্ট সবার সামনে তুলে ধরা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট এর ডিরেক্টর মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারির ডিরেক্টর জনাব আবু জাফর মোহাম্মদ নঈম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার, কনফেকশনারি জনাব কাজী মামুনুর রশীদ। 

ডে লং ফ্রেশনেস আর দারুণ কুলনেসে ভরপুর টুটি ফ্রুটি চুইংগাম অচিরেই জয় করবে গ্রাহকের মন, এমন প্রত্যাশাই করলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম