Logo
Logo
×

কর্পোরেট নিউজ

লক্ষ্য শিল্প-একাডেমিয়া সহযোগিতা

এনএসইউ, গ্লোব বায়োটেক ও বিকন ফার্মার চুক্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

এনএসইউ, গ্লোব বায়োটেক ও বিকন ফার্মার চুক্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে গ্লোব বায়োটেক লিমিটেড (জিবিএল) ও বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে জিনোমিক্স, বায়োমেডিক্যাল গবেষণা ও ফার্মাসিউটিক্যাল উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে, এটি বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএসইউ জিনোম রিসার্চ ইনস্টিটিউট (এনজিআরআই) ও গ্লোব বায়োটেক যৌথ গবেষণায় পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এনজিআরআই পুরো জিনোম ও আরএনএ সিকোয়েন্সিং নিয়ে কাজ করবে, আর জিবিএল প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স ও ওষুধ আবিষ্কার নিয়ে গবেষণা করবে।  

অনুষ্ঠানে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এই অংশীদারিত্ব অত্যাধুনিক জিনোমিক্স এবং মাল্টি-ওমিক্স গবেষণার মাধ্যমে জটিল স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে।

গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, এনএসইউ'র সাথে আমাদের এই চুক্তি বৈজ্ঞানিক আবিষ্কারে সহযোগিতা করবে। নতুন থেরাপিউটিক্স ও যথার্থ চিকিৎসা পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএসইউ-এর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বিকন ফার্মা হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতা গড়ে তোলা হবে।  

এই উদ্যোগে এনএসইউ শিক্ষার্থীরা বিকন ফার্মায় ইন্টার্নশিপ, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা শিল্পের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বিকন ফার্মাসিউটিক্যালসের সাথে এই সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার সুযোগ প্রদান করবে এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য অত্যাধুনিক গবেষণায় অবদান রাখবে।

বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিম বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে আমরা উদ্ভাবন ও গবেষণায় অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনএসইউ'র সাথে এই অংশীদারিত্ব শিল্প ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং ফার্মাসিউটিক্যাল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম