Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মো.আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মো. এম লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম। 

এসময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো.নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান, মো. সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে, ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি খেলাপি আদায় কার্যক্রম জোরদার করার জন্য ৬০টি টাস্ক ফোর্স টিম গঠন ও আইনি প্রক্রিয়াকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন। সর্বক্ষেত্রে ব্যাংকের পরিচালন ব্যয় কমানোর পরামর্শ দেন এবং এক্ষেত্রে বার্ষিক খরচ ২০ শতাংশ কমানোর আহবান জানান।  

ব্যাংকের জন্য নতুন আমানত সংগ্রহের ক্ষেত্রে বিশেষভাবে স্বল্পব্যয়ী আমানত সংগ্রহ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন ও কর্মক্ষেত্রে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। চৌধুরী আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মানব-সম্পদ উন্নয়ন, উন্নত ও সহজতর গ্রাহক সেবা প্রদান এবং সকল শাখাকে লাভজনক শাখায় রূপান্তরের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধির আহবান জানান।  

এছাড়া সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারা, সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা, শ্রেণিকৃত ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও আমানত সংগ্রহসহ ব্যাংকের অন্যান্য কর্মকৌশল সম্পর্কে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম