Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ড. হাসান ইস্টার্ন ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর হিসেবে নিযুক্ত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:১১ পিএম

ড. হাসান ইস্টার্ন ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর হিসেবে নিযুক্ত

ড. এম.এম. শহিদুল হাসান

প্রখ্যাত শিক্ষাবিদ এবং গবেষক ড. এম.এম. শহিদুল হাসান ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তার দীর্ঘ দশকব্যাপী কর্মজীবন, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে তার অমূল্য দক্ষতা এবং অভিজ্ঞতা, এক নতুন দিগন্তের সূচনা করবে।

ড. হাসান দীর্ঘ আট বছর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নে অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করেছেন। তিনি মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে এবং সৌদি আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস-এ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন -যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ মর্যাদা প্রদান করেছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন গর্বিত শিক্ষার্থী। তিনি নিউইয়র্ক এর ক্লার্কসন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। 

ড. হাসানের ৭৫টিরও বেশি আন্তর্জাতিক জার্নাল এবং সম্মেলনে প্রকাশিত গবেষণাপত্র রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চারবার “বেস্ট পেপার” পুরস্কৃত হয়েছেন এবং ২০০৭ সালে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস থেকে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা কেন্দ্র, ট্রায়েস্ট, ইতালিতে অ্যাসোসিয়েট সদস্য ছিলেন। সম্প্রতি, ২০২৩ সালে, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) তাকে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় অসাধারণ অবদানের জন্য আইইবি গোল্ড মেডেল প্রদান করেছে।

বর্তমানে তার গবেষণার প্রধান ক্ষেত্র হচ্ছে উচ্চশিক্ষা, শিক্ষাদান পদ্ধতি এবং চতুর্থ শিল্প বিপ্লব (৪ আইআর) যুগে অর্থনৈতিক প্রবৃদ্ধি। উক্ত বিষয়ে দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্রে তার নিবন্ধ নিয়মিত প্রকাশিত হয়। তার যোগদানে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার গর্বিত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম