
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪৮ এএম
মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে ৬ লাইফস্টাইল ও রেস্টুরেন্ট ব্র্যান্ডের চুক্তি স্বাক্ষর

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম
-679a18a4c7758.jpg)
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সঙ্গে দেশের স্বনামধন্য ছয়টি লাইফস্টাইল ও রেস্টুরেন্ট ব্র্যান্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
ব্রান্ডগুলো হলো- পারসোনা, সিক্স সিজনস হোটেল, টেস্টবাড, ভাইটাস্কিন, সাতোরি লি ও তাবাক কফি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পারসোনার সিনিয়র ডিরেক্টর মমতাজ হোসেন রুনু, সিক্স সিজনস হোটেলের জেনারেল ম্যানেজার মো. আনিসুর রহমান, টেস্টবাডের ব্যবস্থাপনা পরিচালক আথবান ইউসুফ, ভাইটাস্কিনের ডিরেক্টর মো. কবির হোসেন, সাতোরি লির সিইও শাওন তানভির এবং তাবাক কফি কোম্পানি লিমিটেডের অপারেশন ম্যানেজার মো. আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা উক্ত প্রতিষ্ঠানগুলোতে আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও তাদের সঙ্গে ব্যাংকের পে-রোল চুক্তিও স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন এবং গ্রুপ সিএফও ড. তাপস চন্দ্র পালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।