
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ এএম
কেয়া কসমেটিক বন্ধের প্রচার ভিত্তিহীন, স্বাভাবিকভাবে চলছে কার্যক্রম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

আরও পড়ুন
বিভিন্ন অনলাইন পোর্টাল, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কেয়া কসমেটিকস লিমিটেডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব তথ্য গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে কোম্পানিটি।
বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।
কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কেয়া কসমেটিকস লিমিটেডের মূল উৎপাদন ইউনিট, সাবান, ডিটারজেন্ট এবং বিভিন্ন কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্য উৎপাদন এবং বিপণন পূর্ণাঙ্গরূপে চালু রয়েছে এবং স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বাজার অস্থিতিশীলতা, বিভিন্ন ব্যাংকে অর্জিত বৈদেশিক মুদ্রা জমা না হওয়ায় ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল ও কাঁচামালের এলসি করতে না পারার কারণে কেবল কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন, নিটিং ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড আগামী ১ মে ২০২৫ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দেশের কসমেটিকস ও টয়লেট্রিজ চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসছে এবং এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে প্রতিষ্ঠানটি কেয়া সুপার বিউটি সোপ ও লেমন সোপের নতুন ডিজাইনের কাজ সম্পন্ন করেছে।