Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রেড ক্রিসেন্টের ২ মাসব্যাপী কর্মসূচি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রেড ক্রিসেন্টের ২ মাসব্যাপী কর্মসূচি

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে দুই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ কর্মসূচীর আওতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জানানো হবে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ৪০ জন যুব স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করা এবং রেড ক্রিসেন্ট জাতীয় সদরদপ্তর প্রাঙ্গণসহ এর আশপাশের এলাকা থেকে মশা জন্মানোর উপযোগী স্থানসমূহ অপসারণ করা।  

একইসঙ্গে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্যোগও নেয়া হয়েছে। এই কর্মসূচীর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরকে বেশকিছু চিকিৎসা সামগ্রী যেমন হেমাটোক্রিট ও বেডসাইড আলট্রাসোনোগ্রাম মেশিন দেয়া হবে। এছাড়াও ঢাকা দক্ষিণ ও রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে প্রায় ৮০ হাজারের মত ডেঙ্গু টেস্টিং কিট এবং ঢাকা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে ৩০ হাজার সাধারণ স্যালাইন ও ৬ হাজার কলেরা স্যালাইন দেয়া হবে। এই কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেয়া হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা, ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ, পরিচালকরা ও দক্ষিণ সিটি কর্পোরেশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম