লিপটন বাংলাদেশের সেরা পারফর্মাররা পেলেন আকষর্ণীয় পুরস্কার
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
সম্প্রতি ‘লিপটন উইনার্স ক্লাব ট্রেড প্রোগ্রাম’-এর আওতায় বিজয়ীদের নাম ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় চায়ের ব্র্যান্ড লিপটন বাংলাদেশ। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে টার্গেট অর্জন করা রিটেইল পার্টনারদের মাঝে এই পুরস্কার দেওয়া হয়।
এবারের আকর্ষণীয় পুরস্কারগুলোর মধ্যে প্রথম পুরস্কার ছিল ঢাকা-মালয়েশিয়া-ঢাকা রিটার্ন এয়ার টিকেট। পুরস্কারটি জিতেছে ঢাকার মৌলভীবাজারের মেসার্স সালমা ট্রেডার্স। প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ আমজাদ হোসেন খান এই আকষর্ণীয় পুরস্কার গ্রহণ করেন।
এছাড়াও লিপটন উইনার্স ক্লাব প্রোগ্রামের আওতায় স্বীকৃতি পেয়েছে আরও কয়েকটি আউটলেট। এসব পুরস্কারের মধ্যে রয়েছে মোবাইল ফোন, টেলিভিশন ও মূল্যবান আসবাবপত্র। মূলত কাজের প্রতি তাদের একান্ত প্রচেষ্টা ও দৃঢ় অঙ্গীকারের কারণেই এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানগুলো।
ঢাকার লিপটন বাংলাদেশের হেড অফিসে এই অনুষ্ঠানটি হয়। সারাদেশের খুচরা বিক্রেতাদের মধ্যে টপ পারফর্মারদের সম্মান জানাতে ও তাদের অর্জন উদযাপন করতে এ সময় লিপটন বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘লিপটন উইনার্স ক্লাব প্রোগ্রাম’ সারাদেশের খুচরা বিক্রেতাদের অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্ম। এটি খুচরা বিক্রেতাদের প্রতি লিপটন বাংলাদেশের প্রতিশ্রুতির প্রমাণ। এই কর্মসূচির লক্ষ্য সেরা পারফর্মারদের স্বীকৃতি ও সম্মাননা দেওয়া। বিক্রির পরিমাণ বাড়ানোর পাশাপাশি শক্তিশালী অংশীদারিত্বকে উৎসাহিত করে এই কর্মসূচি।