Logo
Logo
×

কর্পোরেট নিউজ

নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর জেলায় নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকালে মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে ‘নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই উদ্বোধন কার্যক্রম’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়; জনাব আদিলুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র,জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান বলেন, কৃষক এ দেশের মূল চালিকা শক্তি। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের জীবনমান উন্নয়ন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের চিনি শিল্প যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। এ মিলটি গত বছর লাভ করেছিল। আমরা আশা করছি সকলের সমন্বিত চেষ্টায় বাংলাদেশ চিনি শিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, চলতি মাড়াই মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এক লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। এতে মিলটি ২০ কোটি টাকা লাভ করেছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম