যমুনা ফিউচার পার্কে লেন্স অ্যান্ড ক্যানভাস এক্সিবিশন ১.০ অনুষ্ঠিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:২৯ এএম
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে ‘লেন্স অ্যান্ড ক্যানভাস ১.০’ আর্ট এবং ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাউথ কোর্ট লেভেল ৫ এর প্লেয়ার্স ক্লাবে এই এক্সিবিশন অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে গায়ক ও অস্কার মনোনীত সিনেমা ‘বলি’ এর অভিনেতা অ্যাঞ্জেল নুর, ট্রাভেল ফটোগ্রাফার সিমন রেজা উপস্থিত ছিলেন। এই এক্সিবিশনটি যৌথভাবে আয়োজন করে কুয়েস্ট অব ল্যাটিন ট্যালেন্ট ও কল্পনাচিত্র। অনুষ্ঠানে আয়োজকরা জানায়, এই আয়োজনে মোবাইল ফটোগ্রাফি, ডিএসএলআর ফটোগ্রাফি, পেইন্টিং, স্কেচ, শর্ট ফিল্ম, সিনেমাটোগ্রাফি, অ্যানিমেশন, ক্রিয়েটিভ রাইটিংÑএই আট বিষয়ে এক্সিবিশনের ব্যবস্থা করা হয়।
কুয়েস্ট অব ল্যাটিন ট্যালেন্ট’র প্রতিষ্ঠাতা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান শাহরিয়ার বলেন, তাদের এই ইভেন্টে দেশের প্রায় চার হাজার জন অংশ নেন। সেখান থেকে বাছাই করে ২৫০ জনকে নির্বাচন করা হয়। এই ২৫০ জনের কাছে রেজিস্ট্রেশন ফি নিয়ে এক্সিবিশনটির আয়োজন করা হয়েছে। আর এবারই প্রথম এই আয়োজন। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছর আরও বড় পরিসরে ‘লেন্স অ্যান্ড ক্যানভাস ২.০’ আয়োজন করা হবে। আর প্রতি বছর ধারাবাহিকভাবে এই এক্সিবিশন করা হবে।