Logo
Logo
×

কর্পোরেট নিউজ

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুন নেওয়াজ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুন নেওয়াজ

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন ‍নূরুন নেওয়াজ। সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নূরুন নেওয়াজ সেলিম। 

চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা ও গ্রী’র উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট লি. এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান।

এছাড়া তিনি দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানীর সাবেক চেয়ারম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের এর পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ-মালয়েশিয়া  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

নূরুন নেওয়াজ বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত একজন সিআইপি। তিনি সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য এবং ঢাকা ক্লাব, গুলশান ক্লাব এবং পূর্বাচল ক্লাবের সদস্য। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের একজন সদস্য। এছাড়াও তিনি ফেনীতে বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম