Logo
Logo
×

কর্পোরেট নিউজ

নর্থ সাউথে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ পালন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ পিএম

নর্থ সাউথে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ পালন

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) এবং ইউনেস্কো ঢাকা যৌথভাবে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (MIL) সপ্তাহ ২০২৪ উদযাপন করেছে। এ উপলক্ষ্যে এনএসইউ ক্যাম্পাসে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ এবং যোগাযোগ পেশাজীবীরা অংশ নেন এবং এ বছরের MIL সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় ‘তথ্যের নতুন ডিজিটাল সীমান্ত: জনস্বার্থ তথ্যের জন্য মিডিয়া ও তথ্য শিক্ষা’ নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডা. সুসান ভাইজ এবং ইউল্যাবের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক ডা. দীন এম. সুমন রহমান।

কারিগরি সেশনের প্রধান উদ্যোগকারীদের মধ্যে ছিলেন ডা. সমীক্ষা কোইরালা, ডিরেক্টর অফ অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ডা. হারিসুর রহমান, সহযোগী অধ্যাপক, পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজি বিভাগ; শুভাশিস দাস রায় দীপ, ইউল্যাব এবং ইউনেস্কো ঢাকার সেক্টর লিড—কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন নূর জন্নাত প্রমা এবং ইউনেস্কোর কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট প্রধান নুসরাত আমিন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ডিজিটাল যুগে মিডিয়া লিটারেসি আমাদেরকে নতুন দিগন্তের সন্ধান দেয় এবং মিথ্যা তথ্য থেকে সত্যকে আলাদা করার সক্ষমতা দেয়। এই স্বাধীনতার সাথে দায়িত্বও রয়েছে, যা এমন একটি বিশ্ব গঠনের সুযোগ করে দেয় যেখানে তথ্য আরও সচেতন ও সংযুক্ত সমাজের গঠনে ভূমিকা রাখে।

এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বর্তমান ডিজিটাল যুগে মিডিয়া ও তথ্য শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তার বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে উল্লেখযোগ্য ছিল মিথ্যা তথ্য, ভুয়া সংবাদ এবং জনস্বার্থ তথ্যের সঠিক ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টি। 

তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির ক্রমবর্ধমান প্রয়োগ এবং জেনারেটিভ এআই এর প্রভাব আমাদেরকে নতুন এবং মিথ্যা তথ্যের বিস্তারে নিয়ে গেছে, যেখানে প্রত্যেক ব্যক্তির হাতে এখন সাংবাদিকতার ক্ষমতা রয়েছে।

ডা. সুসান ভাইজ বলেন, আমরা তরুণ সমাজ এবং মিডিয়াকে উৎসাহিত করতে চাই যাতে তারা ডিজিটাল স্থানগুলোর মালিকানা গ্রহণ করতে পারে এবং এআই-উৎপাদিত কনটেন্টের জটিলতা ভালোভাবে পরিচালনা করতে পারে। আমরা এই MIL শহরগুলোর ধারণাকে প্রসারিত করতে চাই, যা মিডিয়া এবং তথ্য শিক্ষার উন্নয়নে শারীরিক এবং ভার্চুয়াল পরিবেশ উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলবে।

উদ্বোধনের পর কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। দেশের প্রধান প্রধান মিডিয়া আউটলেটগুলির সাংবাদিকরাও এতে অংশ নেন।

অংশগ্রহণকারীরা একাডেমিক এবং পেশাগত ক্ষেত্রে মিডিয়া লিটারেসি বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।

এই অনুষ্ঠানের সাফল্য এনএসইউ এবং ইউনেস্কো ঢাকার মধ্যে শক্তিশালী সহযোগিতার প্রতিফলন ঘটায়, যা বাংলাদেশে মিডিয়া এবং তথ্য শিক্ষাকে প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্লোবাল MIL সপ্তাহের এই উদযাপন আরও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চলতে থাকবে, যা একটি সচেতন এবং মিডিয়া শিক্ষিত সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম