Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ন্যাশনাল হাউজিংয়ের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ পিএম

ন্যাশনাল হাউজিংয়ের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে । 

কোম্পানী বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। 

উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারি মো. সরোয়ার কামাল, এফসিএস। সভায় কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান আগামী দিনগুলোতে এক সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। 

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি, প্রধানত গৃহ ঋণ ব্যবসার সঙ্গে জড়িত। কোম্পানীর মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১ ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত ২,২১৪.৯১ মিলিয়ন টাকা এবং একই তারিখে কোম্পানী ১২০.৬৩ মিলিয়ন টাকা কর-পরবর্তী মুনাফা আয় করেছে, শেয়ার প্রতি আয় ১.০৩ টাকা এবং নীট সম্পদের শেয়ার প্রতি মূল্য ১৮.৯৩ টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম