বিএসটিআই’র অভিযানে সুপার শপকে সতর্কতা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ এএম
ছবি: সংগৃহীত
বুধবার বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে এপিবিএন পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মশিউর রহমান, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্বপ্ন সুপার শপ; প্লট # ৩এ, রোড # ৪, ধানমন্ডি আ/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানীকৃত চকলেট, শ্যাম্পু, ফ্রুট জুস পণ্য বিক্রয় ও বিতরন করায় এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত নেসলে কফি ও বিভিন্ন মসলা পণ্য বিক্রয় ও বাজারজাত করায় সতর্ক করা হয়।