Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বন্যার্তদের পাশে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

বন্যার্তদের পাশে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশন

আগস্টে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের প্রায় ১১ জেলা। বন্যার্তদের সাহায্যে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বন্যা চলাকালীন এবং বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গত এলাকার মানুষের জন্য নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সমুদ্রগামী জাহাজের মালিকরা আর্তমানবতার সেবায় কার্যক্রম গ্রহণ করেন।

প্রথম ধাপে এগিয়ে আসে- এমজেএল বাংলাদেশ পিএলসি, মেসার্স মেঘনা সুগার রিফাইনারী লিমিটেড, এসআর শিপিং লিমিটেড, কর্ণফুলী লিমিটেড, এইচ আর লাইনস লিমিটেড। এসব কোম্পানি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার রিলিফ ও ওয়েলফেয়ার ফান্ডে এক কোটি তিন লাখ ৮৬ হাজার টাকার চেক দিয়েছে।

এছাড়া তারা প্রায় এক কোটি ৪৪ লাখ টাকার শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছে।

অন্যদিকে দ্বিতীয় ধাপে কিছু কিছু কোম্পানি নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে। যেন বন্যার পানি চলে যাওয়ার পরও দুর্গত এলাকার মানুষের কষ্ট লাঘব হয় ও জীবন স্বাভাবিক পর্যায়ে চলে আসে।   
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম