Logo
Logo
×

কর্পোরেট নিউজ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-শিক্ষকদের মতবিনিময় সভা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১১:৪৫ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-শিক্ষকদের মতবিনিময় সভা

পরিবর্তিত সময়ে উচ্চশিক্ষা খাতের সমস্যাবলী সমাধানে সরকারের পাশাপাশি অংশীজন হিসেবে আমাদের একসাথে কাজ করতে হবে। বিশেষতঃ বিরাজমান নানা সমস্যা ও বৈষম্য দূরীকরণের মাধ্যমে শিক্ষিত প্রজন্ম গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমুহের অব্যাহত প্রচেষ্টায় প্রয়োজনীয় সহযোগিতা একান্ত জরুরি।

শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী- উদ্যোক্তাদের দেশপ্রেম, শিক্ষিত জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকার বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ স্বীকৃতি ও সহযোগিতার দাবীদার। আর এ জন্য উচ্চশিক্ষা দেখভাল করার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে কার্যকর করা, প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কার ও দ্বৈতনীতির পরিবর্তন আবশ্যক। বিশেষ করে অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত সকল প্রকার ভ্যাট-ট্যাক্স রহিতকরণ ও শিক্ষা গবেষণা খাতে সহায়তা প্রদান অত্যাবশক। 
 
গত ২৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিক্স (বিএসপিইউএ) কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। রাজধানীর বনানীস্থ বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা তথা বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।    

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান ড. মো. সাবুর খান, ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিক্স এর  সভাপতি অধ্যাপক ফারিদ এ. সোবহানি, সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক মো. মামুন হাবিব, সাধারণ সম্পাদক ড. মো. নাহিন মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আবদুল্লাহ আল-মামুন আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম