এবি ব্যাংকের মোংলা সমুদ্র বন্দর উপশাখার উদ্বোধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৯:১৫ পিএম
![এবি ব্যাংকের মোংলা সমুদ্র বন্দর উপশাখার উদ্বোধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/26/image-820890-1719414956.jpg)
এবি ব্যাংক পিএলসির ৫০তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মোংলা সমুদ্র বন্দর উপশাখা ।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল ২৬শে জুন, ২০২৪ তারিখে বাগেরহাট জেলার মোংলা বন্দর প্রাঙ্গণে এ উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।