শান্তা অ্যাসেট ম্যানজেমন্ট ও ট্যাক্সডু’র যৌথ ওয়েবিনার অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১১:১২ পিএম
সম্প্রতি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্যাক্সডু তাদের যৌথ উদ্যোগে ‘মাস্টার ট্যাক্স সেভিংস উইথ স্মার্ট ইনভেস্টমেন্টস’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করেছেন।
৩০ জুনের আসন্ন কর রেয়াতের সময়সীমার কথা বিবেচনা করে অনুষ্ঠানটিতে বিনিয়োগের মাধ্যমে আয়কর সাশ্রয় করার বিভিন্ন পন্থা আলোচনা করা হয়।
অনুষ্ঠানে দুই শতাধিক উপস্থিত শ্রোতাদের আগ্রহ ছিল লক্ষণীয়।
ওয়েবিনারে বিনিয়োগের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মনিরুল ইসলাম। সঙ্গে আয়কর আইন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া, ব্যবস্থাপনা পরিচালক, এসএমএসি অ্যাডভাইজরি লিমিটেড এবং অপূর্ব কান্তি দাস, সাবেক সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড।
স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আয়কর সুবিধার জন্য বিভিন্ন বিনিয়োগ কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের জিজ্ঞাসাগুলো উপস্থাপন করেন।
এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে একজন অংশগ্রহণকারী উল্লেখ করেন যে, উপস্থাপিত বিষয়গুলোর ফলে তিনি তার আয়কর এবং বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আরও প্রস্তুত বোধ করছেন।