বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:০৪ পিএম
![বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/24/image-820050-1719245060.jpg)
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’তে (বিএসএমআরএমইউ) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার এবং ‘সিটিজেনস চার্টার’ বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা উপস্থিত ছিলেন।
সেমিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইনোভেশন ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস। এছাড়া ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় ও মেরিটাইম সেক্টরের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চিফ ই-গভর্ন্যান্স স্পেশালিস্ট, এজেন্সি টু ইনোভেট (ধ২র) ড. ফরহাদ জাহিদ শেখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক ইনোভেশন শোকেসিং-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমিসমূহ ও মেরিন ফিশারিজ একাডেমির প্রতিবিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ডি-নথি, বিএসএমআরএমইউ ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (বিআইএমএস), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), অনলাইন লিভ ম্যানেজমেন্ট, অনলাইন ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট, ভার্চুয়াল ক্লাসরুম, অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রভৃতি স্থাপন করা হয়েছে।