প্রতিবন্ধকতা ভেঙ্গে মহিলাদের জন্য খ্যাতি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:০৩ পিএম
বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) এবং ডেইলি স্টার গতকাল জাতি গঠনে তাদের অনুকরণীয় অবদানের জন্য বিভিন্ন স্তরের ১২ জন মহিলাকে সম্মানিত করেছে।
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত প্রথম ‘বিটিআই-দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন-২০২৩’ গালা, কনভেনশনকে চ্যালেঞ্জ করে এবং উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নকে অনুপ্রাণিত করা মহিলাদের স্বীকৃতি দেয়।
তাদের নিজ নিজ ক্ষেত্রে সফলতার জন্য ১২টি বিভাগে নির্বাচিত করা হয়েছে: উন্নয়ন খাতে শামসীন আহমেদ; প্রযুক্তিতে তাসফিয়া তাসবিন; স্থাপত্যে নাজলী হোসেন; শিক্ষায় সাদিয়া জাফরিন; সংস্কৃতিতে রিদয়ী শেখ; কর্পোরেটে শামীমা আক্তার; খেলাধুলায় সালমা আক্তার মন; কৃষিতে ডা. সাকিনা খানম; লেখায় লুৎফুন্নাহার পিকি; স্টার্টআপ এবং উদ্যোক্তা মনোশিতা আয়রুয়ানি; সমাজকল্যাণে তাওহিদা শিরোপা; এবং সাংবাদিকতায় রোজিনা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি একটি মহৎ কাজ।
তিনি বিটিআই এবং দ্য ডেইলি স্টারকে নারীদের প্রচার এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি অন্যান্য মহিলাদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে।
নারীর ক্ষমতায়নে সরকারি পদক্ষেপ সম্পর্কে মুক্তাদির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে।
কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশ পরিবর্তন ও নারীদের ভাগ্য উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেছেন কিভাবে সরকার বিভিন্ন সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সেক্টরে বিভিন্ন শীর্ষ পদে নারীদের সুযোগ দিয়ে পদোন্নতি দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘এখন আমরা দেখছি গ্রামের উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের ৬০ শতাংশই মেয়ে। এটা রাতারাতি হয়নি।’
স্বাগত বক্তব্য রাখেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, যিনি সম্মানিত অতিথি ছিলেন। ‘আমরা খুব খুশি যে ডেইলি স্টার এই মর্যাদাপূর্ণ ইভেন্টের জন্য আমাদের সঙ্গে রয়েছে।’
এই উদ্যোগের মাধ্যমে, আমরা সেই নারীদের সম্মান জানাচ্ছি যারা সমাজের জন্য কাজ করে চলেছেন এবং জাতি গঠনে গভীরভাবে প্রভাব ফেলেছেন, বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্বেও। এই তারকা নারীদের গল্প এবং তাদের সংকল্প সমাজের অন্যান্য নারীদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করবে।’
দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম তার বক্তৃতায় এই উদ্যোগ নেওয়ার জন্য বিটিআই-কে ধন্যবাদ জানান এবং বলেন, ‘দ্য ডেইলি স্টার এবং ব্যক্তিগতভাবে আমার জন্য, এই একেবারে জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকাটা গর্বিত। এই মহান যাত্রায় বিটিআইয়ের অংশীদার হতে পেরে আমি অবশ্যই স্বীকার করছি যে বিটিআই যখন প্রথম আমাদের কাছে ধারণাটি প্রস্তাব করেছিল, তখন আমরা কিছুটা অবাক হয়েছিলাম কারণ এর আগে কোনও রিয়েল এস্টেট কোম্পানি এমন উদ্যোগ নিয়ে আসেনি।
‘এই পুরো প্রচেষ্টার মূল বিষয়বস্তু হল দেশে নারীরা যে উজ্জ্বল ভূমিকা পালন করছে তা তুলে ধরা। ব্যবহারিক, উদ্যোগ, কোম্পানি এবং ছোট ব্যবসার পর্যায়ে উদ্ভূত নেতৃত্ব একটি প্রবণতা স্থাপন করছে এবং দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। এই পুরস্কার, সম্মানিত নারীদের প্রত্যেকেই আমাদের অনেককে অনুপ্রাণিত করেছে।’
বিটিআই-এর সিইও নালাকা হেত্তিয়ারাচ্চি উপস্থিত থাকার জন্য দর্শক, বিজয়ী, দ্য ডেইলি স্টার এবং প্রধান অতিথিকে ধন্যবাদ জানান।
‘বিটিআই নারীর ক্ষমতায়নের প্রতি তার প্রতিশ্রæতিতে অটল, এবং এই লক্ষ্যে বিটিআই এবং দ্য ডেইলি স্টার শিক্ষা, উন্নয়ন, শিল্প ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যারা প্রচুর অবদান রেখেছেন তাদের জন্য স্টেলার উইমেন অ্যাওয়ার্ডস-২০২৩ শুরু করেছে৷ আমরা তাদের অবদান এবং উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য তাদের সম্মানিত করা।’
তিনি অন্যান্য নারীদের, যারা বিশ্বাস করেন যে তারা এই ধরনের অবদান রাখছেন, তাদের আগামী বছরের পুরস্কারের সংস্করণের জন্য নিবন্ধন করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, চেক ও স্কার্ফ তুলে দেওয়া হয়।