বিটিআরসিতে বেসিক ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৭:৪১ পিএম
![বিটিআরসিতে বেসিক ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/01/image-811743-1717249301.jpg)
গ্রাহকদেরকে সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রাঙ্গনে শতভাগ রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
এই বুথের মাধ্যমে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীগণ এবং অন্যান্য সকল গ্রাহকগণ সহজে টাকা উত্তোলন করতে পারবেন।
গত বৃহস্পতিবার বিটিআরসির চেয়ারম্যান প্রকৌ. মো. মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে ফিতা কেটে এই এটিএম বুথটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান।
এসময় বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মো. আমিনুল হক, কমিশনার প্রকৌ. শেখ রিয়াজ আহমেদ, ড. মুশফিক মান্নান চৌধুরী, এফ.আই.ডি.এম., এফ.সি.আই.এম. মো. দেলোয়ার হোসাইন এবং কমিশনের সচিব মো. নূরুল হাফিজসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।