৪ ক্যাটাগরিতে সাফল্য পেয়েছে ম্যানগ্রোভ ইনস্টিটিউট
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:৪১ পিএম
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।
ফলাফলে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ বদিউজ্জামান, শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক এস এম আলাউদ্দিন আব্দুল্লাহ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী মুবিন হাসান (ইলেকট্রনিক্স) হিসেবে নির্বাচিত হয়।
এছাড়া উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে (খুলনা বিভাগের সকল জেলা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার ফলাফল গত ১২ মে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়মে প্রকাশিত হয় এবং সনদ প্রদান করা হয়।
ফলাফলে খুলনা বিভাগের মধ্যে তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো. বদিউজ্জামান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী মুবিন হাসান(ইলেকট্রনিক্স) নির্বাচিত হয়।
উল্লেখ্য, গত দুই বছর যাবত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি অংশগ্রহন করে আসছে এবং ধারাবাহিক ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।