Logo
Logo
×

কর্পোরেট নিউজ

জলবায়ু পরিবর্তন অভিযোজনে ইবিএলে সাথে কাজ করবে ইউএস স্টেট ডিপার্টমেন্ট

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৬:৫২ পিএম

জলবায়ু পরিবর্তন অভিযোজনে ইবিএলে সাথে কাজ করবে ইউএস স্টেট ডিপার্টমেন্ট

রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয় সংক্রান্ত ব্যুরোর এসিস্টেন্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড ল্যু এবং ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। ছবি-সংগৃহীত

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) প্রবর্তিত ‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এওয়ার্ড’ বিষয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। 

বুধবার রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সংক্রান্ত ব্যুরোর সফররত এসিস্টেন্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড ল্যু এবং ইবিএল ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। 

ইবিএল ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এওয়ার্ড প্রতি বছর প্রদান করা হবে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নকারী বিভিন্ন কর্পোরেট, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এনজিও গুলোর উত্তম চর্চা এবং এক্ষেত্রে অসাধারণ নেতৃত্ব প্রদানকারী জলবায়ু এক্টিভিস্টদের স্বীকৃতি জানানো হবে এই পুরষ্কারের মাধ্যমে।

পুরষ্কার ক্যাটাগরিতে বিভিন্ন খাত ও বিষয় অন্তর্ভূক্ত রয়েছে, যেমন নবায়নযোগ্য জ্বালানী, জল সংরক্ষণ, টেকসই কৃষি, আরবান রেজিলেন্স, জীব বৈচিত্র্য সুরক্ষা ও দূর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি। একাডেমিয়া, সুশীল সমাজ, গনমাধ্যম এবং আন্তর্জাতিক এজেন্সীর প্রথিতযশা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করবে। 

মধ্য এশিয়া বিষয় সংক্রান্ত ব্যুরোর এসিস্টেন্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড ল্যু বলেন, বাংলাদেশী ব্যবসা, সুশীল সমাজ ও অন্যত্র জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিচালিত কার্যক্রমকে উৎসাহিত করার অভিন্ন লক্ষ্য অনুসরণ করে যুক্তরাষ্ট্র এবং ইস্টার্ন ব্যাংক। ইবিএল এর নতুন এই গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তন অভিযোজন পুরষ্কারটিকে সহায়তা প্রদানের জন্য আমরা উম্মুখ হয়ে আছি। 

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে নতুন এই পার্টনারশীপ নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস উচ্ছ্বসিত। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ে অসাধারণ কার্যক্রম পরিচালনাকারী ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি জানানোর জন্য ইবিএল কর্তৃক গৃহীত উদ্যোগকে সহায়তা করার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধিক কর্মকান্ডকে উৎসাহিত করার আশা রাখি। 

ইবিএল ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী চরম আবহাওয়া পরিস্থিত আমাদেরকে জলবায়ু অভিযোজন, উপশম এবং অর্থায়নের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করেছে। ইবিএল ক্লাইমেট চেঞ্জ এওয়ার্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের সঙ্গে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত এবং একই সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড ল্যু’র অংশগ্রহণ আমাদের জন্য সম্মানের বিষয়। এটি একটি অনন্য উদ্যোগ, যা সামাজিকভাবে একটি দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার আমাদের ভিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমার বিশ্বাস, বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং ইস্যু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অধিক হারে যুক্ত হতে অনেককেই উৎসাহিত ও অনুপ্রাণিত করবে, এই পুরষ্কারটি। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন হেলেন লা-ফেইভ, পাবলিক এফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি, ইকোনমিক অফিসার এমি কাস; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী ও এম খোরশেদ আলম এবং হেড অফ কম্যুনিকেশন্স জিয়াউল করীম। 

‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এওয়ার্ড ২০২৪’ এর মনোনয়ন প্রক্রিয়া শীঘ্রই পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, ইবিএল ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে শীঘ্রই প্রকাশ করা হবে।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম