কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৯ এএম
আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশ। এ দায়িত্ব নেওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর-প্রোগ্রামস পদে কাজ করছিলেন।
মানবকল্যাণ ও উন্নয়ন কার্যক্রমে তার ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। যার মধ্যে ১০ বছর তিনি বিভিন্ন নেতৃত্বমূলক ভূমিকায় ছিলেন। এ ছাড়াও তিনি সিরিয়া রেজিলিয়েন্স কনসোর্টিয়ামের ডেপুটি চিফ অব পার্টি এবং ভারপ্রাপ্ত চিফ অব পার্টি হিসেবে কাজ করেছেন। ইয়েমেনে কনসোর্টিয়াম প্রধান এবং ইমার্জেন্সি কোঅর্ডিনেটরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
রাম দাশ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় হতে আঞ্চলিক উন্নয়ন (রিজিওনাল ডেভেলপমেন্ট) বিষয়ে এমফিল করেছেন। ভারতের ভুবনেশ্বরে উৎকল বিশ্ববিদ্যালয় হতে সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান (সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি) বিষয়ে এমএ করেছেন। এছাড়াও তিনি সুস্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন (ওয়েলনেস অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট) বিষয়ে একজন আইসিএফ-স্বীকৃত প্রশিক্ষক।
কেয়ার এশিয়ার আঞ্চলিক পরিচালক (রিজিওনাল ডিরেক্টর) রমেশ সিং বলেন, আমার দৃঢ়বিশ্বাস তার নেতৃত্বে কেয়ার বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।
কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশ বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও মর্যাদা রক্ষার লড়াইয়ে কেয়ার বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, জেন্ডার সমতা এবং শিশুস্বাস্থ্য নিয়ে ৩৬টি অংশীদার এনজিওদের সঙ্গে ৩৫টি প্রকল্প বাস্তবায়নের বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।