দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদলের প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১০:০৮ পিএম
দক্ষিণ আফ্রিকার সাত সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন।
বুধবার সকালে তারা প্রাণ-আরএফএল শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মেজর জেনারেল নজরুল ইসলাম (এলপিআর) তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রতিনিধিদল কারখানার সার্বিক কর্মকান্ড দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন। তারা বলেন, দক্ষিণ আফ্রিকায় কৃষি প্রক্রিয়াজাত, ইলেকট্রনিকস ও বিল্ডিং ম্যাটেরিয়ালস পণ্যের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে প্রাণ-আরএফএল সে সুযোগ কাজে লাগাতে পারে। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপের নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়।
মেজর জেনারেল নজরুল ইসলাম (এলপিআর) বলেন, আফ্রিকা মহাদেশের প্রায় ৩৬টি দেশে প্রাণ এর পণ্য রপ্তানি হচ্ছে এবং সেখানে আমাদের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। তবে পরিবহন খরচ হ্রাসসহ কিভাবে স্বল্প খরচে আফ্রিকার বাজারে পণ্য বিপণন করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আগামীতে আফ্রিকার প্রতিটি দেশে বিপুল সংখ্যক পণ্য রপ্তানি করতে সক্ষম হবো বলে আশা করছি।
প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) উইং কমান্ডার (অব.) সিদ্দিকুর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) তৌহিদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।